বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
Logo
Achaduzzaman Mia

রিমান্ড শেষে কারাগারে আছাদুজ্জামান মিয়া

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৫১এএম

রিমান্ড শেষে কারাগারে আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া....সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ে ২০১৫ সালে নুরুজ্জামান জনি হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ।

এ দিন উত্তরায় পোশাককর্মী আজিজ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক সজল চন্দ্র পাল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান সেই আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর আছাদুজ্জামান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।

গত ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ডিএমপির সাবেক এই কমিশনারকে।

আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের ৩৩তম কমিশনার ছিলেন। তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।