শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
Logo
Rasik Mayor's PA- Arrested with counsel 24

রাসিক মেয়রের পিএ- কাউন্সিসহ গ্রেপ্তার ২৪

Bijoy Bangla

আবুল কালাম আজাদ,রাজশাহী

প্রকাশের সময়: ১১ নভেম্বর, ২০২৪, ০৬:২৩পিএম

রাসিক মেয়রের পিএ- কাউন্সিসহ গ্রেপ্তার ২৪
....প্রতিকী ছবি

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকার এবং মহানগর আওয়ামী লীগ নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জেলায় ১০ জন এবং মহানগরীতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা এবং মহানগর পুলিশের মিডিয়া উইং ১০ নভেম্বর রোববার বিকেলে এ তথ্য জানিয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , ৯ নভেম্বর শনিবার দিবাগত রাতে রাসিকের সাবেক মেয়র লিটনের পিএ বিপুলকে মহানগরীর রাণীনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম এবং একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া বিভিন্ন অপরাধে অন্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 জানা গেছে, গ্রেফতার বিপুল ২০১৮ সাল থেকে গত ৫ আগস্ট পর্যন্ত লিটনের ব্যক্তিগত সহকারী ছিলেন। লিটন আত্মগোপনের পর তিনি রাসিকের খাদ্য ও স্যানিটেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে,রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কি না সেটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নি। ৯ নভেম্বর শনিবার দিবাগত গভীর রাত থেকে ১০ নভেম্বর রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।