সোমবার, মার্চ ১৭, ২০২৫
Logo
108 bottles of Fonsedilli recovered

দামকুড়া থানা পুলশিরে অভযিানে ৪ বোতল বদিশেি মদসহ ১০৮ বোতল ফন্সেডিলি উদ্ধার; গ্রপ্তোর ১

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৩পিএম

দামকুড়া থানা পুলশিরে অভযিানে ৪ বোতল বদিশেি মদসহ ১০৮ বোতল ফন্সেডিলি উদ্ধার; গ্রপ্তোর ১

রাজশাহী মহানগরী’র দামকুড়া থানা এলাকায় অভযিান চালয়িে ৪ বোতল বদিশেি মদ ও ১০৮ বোতল ফন্সেডিলিসহ এক জনকে গ্রপ্তোর করছেে রাজশাহী মট্রেোপলটিন পুলশিরে (আরএমপ)ি দামকুড়া থানা পুলশি।

গ্রপ্তোরকৃত আসামি মো: আবু সাইদ সজবি (২২) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরপিুর এলাকার মৃত আব্দুস সালামরে ছলে।ে

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৫ ফব্রেুয়ারি ২০২৫ খ্রষ্টিাব্দ বকিাল আরএমপ’ির কাশয়িাডাঙ্গা ক্রাইম বভিাগরে উপ-পুলশি কমশিনার দীন মোহাম্মদরে র্সাবকি তত্ত্বাবধানে দামকুড়া থানা পুলশিরে একটি টমি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভযিান ডউিটি করছলিো। এসময় তাঁরা গোপন সংবাদরে ভত্তিতিে জানতে পারনে, দামকুড়া থানার হরপিুর এলাকায় এক ব্যক্তি বদিশেি মদ ও ফন্সেডিলি বক্রিি করছ।ে

উক্ত সংবাদরে পরপ্রিক্ষেতিে দামকুড়া থানার এসআই মো: শরফিুল ইসলাম ও তাঁর টমি গতকাল বকিাল সোয়া ৫টায় দামকুড়া থানার হরপিুর এলাকায় অভযিান পরচিালনা করে আসামি আবু সাইদকে গ্রপ্তোর কর।ে এসময় তার কাছ থকেে ৪ বোতল বদিশেি মদ ও ১০৮ বোতল ফন্সেডিলি উদ্ধার হয়। 

গ্রপ্তোরকৃত আসামরি বরিুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বজ্ঞি আদালতরে মাধ্যমে জলে হাজতে প্ররেণ করা হয়ছে।ে