মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
Logo
Protests in court all day long
মাগুরায় শিশু ধর্ষণ

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ মামলা, মধ্যরাতে চার আসামির রিমান্ড

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১০ মার্চ, ২০২৫, ১২:৩১পিএম

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ মামলা, মধ্যরাতে চার আসামির রিমান্ড
দিনভর আদালতে আন্দোলন, মধ্যরাতে চার আসামির রিমান্ড

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ মামলায় মধ্যরাতে চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ মার্চ) মধ্যরাতে মাগুরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিন এ আদেশ দেন।

আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরকে সাত দিন এবং স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মামলার তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রিমান্ডের আবেদনসহ অন্যান্য কাগজপত্র তৈরি থাকলেও রোববার আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেওয়া হয়নি। সারাদিন আন্দোলনকারীরা আদালতের ফটক ঘিরে রেখেছিলেন। আসামিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেছিলেন। এ কারণে রাতে শুনানি করেছেন আদালত।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরতলীর বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) বা শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।