রবিবার, মার্চ ১৬, ২০২৫
Logo
Two youths were arrested

রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে বহিরাগত দুই যুবক গ্রেপ্তার

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশের সময়: ১৩ মার্চ, ২০২৫, ০৬:০৩পিএম

রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে বহিরাগত দুই যুবক গ্রেপ্তার
রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে বহিরাগত দুই যুবক গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শারীরিক হেনস্তা ও মারধর করার অভিযোগে বহিরাগত দুই যুবককে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই যুবক মো: তন্ময় (২৮) ও মিলন (৩৮)। তন্ময় রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মো: তরিকুল ইসলামের ছেলে এবং মিলন একই এলাকার মো: ইন্তাজের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, গতকাল ১২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী মো: ফারহান মাহমুদ ও তার বান্ধবী কাজলা গেটে ইফতারের বাজার করছিলো। এসময় বহিরাগত এক যুবক তার বান্ধবীকে ইভটিজিং করে। এই ঘটনায় ফারহানের বান্ধবী প্রতিবাদ করে। তখন তন্ময় তার বান্ধবীর দিকে মারার জন্য তেড়ে আসে। এসময় ফারহান বাধা দিলে তন্ময় ও তার সহযোগী তাদের উপর চড়াও হয়ে ফারহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার বান্ধবীকে শারীরিকভাবে হেনস্তা করে।

এ ঘটনায় ফারহান মতিহার থানায় অভিযোগ করে। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানার উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিম এর দিক নির্দেশনায় মতিহার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে। পরবর্তীতে আজ দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার হটিকালচার এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।