শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Two drug dealers arrested

দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ১৬ এপ্রিল, ২০২৫, ০২:৫৬পিএম

দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার....সংগৃহীত ছবি

রাজশাহী জেলার দুর্গাপুরের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দুজন সম্পর্কে বাবা ছেলে। এরা হলেন- দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের বাসিন্দা নাজিম উদ্দীন (৩৬) ও তার ছেলে সোহানুর ইসলাম নাহিদ (২১)। অভিযানে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়। আজ মঙ্গলবার বিকেলে র‌্যাব-৫, এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, রসুলপুর গ্রামের কারবালা মোড় থেকে হরিরামপুরগামী পাকা রাস্তার ধারে কিছু মাদক ব্যবসায়ী গাঁজা মজুত রেখে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব।

এ সময় বাবা-ছেলের মোটরসাইকেলে থাকা বাজারের একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দুর্গাপুর থানার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।