মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
Logo
Wife murdered by NGO worker

এনজিও কর্মীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশের সময়: ১২ জুন, ২০২৫, ০৫:৩০পিএম

এনজিও কর্মীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক
কক্সবাজারের উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে আয়েশা খাতুন (২৫) নামে এক নারীকে হত্যা করেছে তার স্বামী।

কক্সবাজারের উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে আয়েশা খাতুন (২৫)  নামে এক নারীকে হত্যা করেছে তার স্বামী। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বসতঘরে এ হত্যাকাণ্ড ঘটে। 

ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামী ছৈয়দ আলমকে (২৭) কে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত আয়েশা খাতুন ছিলেন ক্যাম্প-২ ওয়েস্ট ডি-১২ ব্লকের বাসিন্দা। তার স্বামী ছৈয়দ আলম একই ক্যাম্পে একটি আন্তর্জাতিক এনজিও সংস্থা ACTE-তে কর্মরত।

স্থানীয় ক্যাম্প মাঝি ইদ্রিস মিয়া জানান, ছৈয়দ আলম ও আয়েশার মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিরোধ চলছিল। বুধবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ছৈয়দ আলম স্ত্রীকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতককে আটক করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে।