শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Chhatra League activist Arif Ahmad

ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় সিসিক কাউন্সিলর কারাগারে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:০৪এএম

ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় সিসিক কাউন্সিলর কারাগারে
ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় সিসিক কাউন্সিলর কারাগারে

অভ্যন্তরীণ কোন্দলের জেরে সিলেট নগরীর টিবি গেট এলাকায় ছাত্রলীগকর্মী আরিফ আহমদকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কাউন্সিলর নিপু সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, গত বছরের নভেম্বরে নগরের টিভি গেট এলাকায় ছাত্রলীগকর্মী আরিফ আহমদ হত্যা মামলায় সিসিকের কাউন্সিলর নিপু আজ দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় নিপুসহ বর্তমানে মোট ৯ জন কারাগারে আছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২০ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে নগরীর বালুচরস্থ টিভি গেট এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে খুন হন একই এলাকার ফটিক মিয়ার ছেলে ছাত্রলীগকর্মী আরিফ। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। পরবর্তীতে ২২ নভেম্বর নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপি’র এয়ারপোর্ট থানায় ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

কট/বি