শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Logo
'Farooq' arrested

টেকনাফে কােটি টাকার মাদক আইস সহ কারবারি 'ফারুক' গ্রেফতার

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :

প্রকাশের সময়: ১৮ মে, ২০২৪, ০৯:৩৫এএম

টেকনাফে কােটি টাকার মাদক আইস সহ কারবারি 'ফারুক' গ্রেফতার
টেকনাফে কােটি টাকার মাদক আইস সহ কারবারি 'ফারুক' গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ পৌরসভার গোদার বিল এলাকায় অভিযান চালিয়ে ১ (এক কোটি) টাকা মূল্যের ৯৪০ গ্রাম কিস্টাল ম্যাথ (আইস) সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

দৈনিক স্বদেশ প্রতিদিনকে র‌্যাব জানিয়েছে, গোপন সূত্রে র‌্যাব-১ আভিযানিক দল জানতে পারে, টেকনাফ হ্নীলা বাজারের পুরাতন রাইস মিলের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ে অবস্থান করছে। গতকাল উক্ত তথ্যের ভিত্তিতে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল ওই এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একটি শপিং ব্যাগ সহ রাতের আঁধারে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি ওমর ফারুক (২৬), পিতা-মৃত আমির হামজা, অলিয়াবাদ, ৫নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতার ব্যক্তির কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৯৪০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার সহ ১টি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়।