শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫
Logo
the weather

নোয়াখালীর তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১৪ জানুয়ারি, ২০২৪, ১১:৩০পিএম

নোয়াখালীর তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

নোয়াখালীতে চলতি বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নোয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। 

গতকাল রোববার (১৪ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (১৩ জানুয়ারি) ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, নোয়াখালীতে এ বছরের মধ্যে আজ ১৫ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ আবার কমেছে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।