রবিবার, মার্চ ১৬, ২০২৫
Logo
Meteorological Office

আগামী এক সপ্তাহ বৃষ্টি নেই, তাপমাত্রা নিয়ে বার্তা আবহাওয়া অফিস

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ০৫ মার্চ, ২০২৫, ১১:৪০এএম

আগামী এক সপ্তাহ বৃষ্টি নেই, তাপমাত্রা নিয়ে বার্তা আবহাওয়া অফিস
আগামী এক সপ্তাহ বৃষ্টি নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ সারা দেশে ফাগুনের হাওয়ায় গরমের মাত্রাও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় আগামী এক সপ্তাহ দেশের কোথাও বৃষ্টির খবর নেই। সেইসঙ্গে আগামী তিনদিন তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী সময়ে আবারও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে অবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিসের মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে কিছুটা কমতে পারে। 

এর পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার অবস্থা একই থাকবে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।

তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।