রবিবার, মার্চ ১৬, ২০২৫
Logo
the weather

তাপমাত্রা নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ১৩ মার্চ, ২০২৫, ০৬:৫৫পিএম

তাপমাত্রা নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।.....সংগৃহীত ছবি

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

বুলেটিনে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ অবস্থান করছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা বিভাগে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর বিভাগের রাজারহাট ও ডিমলায় ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ০৭ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬ টা ০৮ মিনিটে।