সোমবার, জুলাই ১৪, ২০২৫
Logo
Holy Eid-ul-Fitr

চাঁদ দেখা গেছে, ঈদ কাল

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ৩০ মার্চ, ২০২৫, ০৬:৪০পিএম

চাঁদ দেখা গেছে,  ঈদ কাল
......সংগৃহীত ছবি

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যায়। এর আগে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। সেই বৈঠক থেকেই এ সিদ্ধান্ত জানানো হয়।

যদি আজ চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এর আগে শনিবার ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ রোববার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছিল। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন।