রবিবার, ফেব্রুয়ারী ৯, ২০২৫
Logo
National Moon Sighting Committee meeting in the evening
শবে বরাতের তারিখ নির্ধারণ

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৭পিএম

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ---- সংগৃহীত।

------ প্রতীকী ছবি

পবিত্র শবে বরাত কবে, তা নির্ধারণ করতে আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠকে বসছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং পবিত্র শাবান মাসের চাঁদ দেখার বিষয়টি নির্ধারণ করা হবে। এদিকে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, রোববার শাবান মাসের চাঁদ দেখা গেলে সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে শবে বরাত পালিত হবে ২৫ ফেব্রুয়ারি দিনগত রাতে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বুধবার (১৩ ফেব্রুয়ারি)। এক্ষেত্রে ২৬ মার্চ দিনগত রাতে শবে বরাত পালিত হবে।

সাধারণত শবে বরাতের ১৫ দিন পর পবিত্র রমজান মাস শুরু হয়। রমজান নির্ধারণ হয় রমজান মাসের চাঁদ দেখার ওপর। যদি শাবান মাস ২৯ তারিখ হয় তবে রমজান শুরু হবে ১১ মার্চ থেকে আর ৩০ দিন পূর্ণ হলে রমজান শুরু হবে ১২ মার্চ থেকে।

(বিবিএন/১১ ফেব্রুয়ারি/এসডি)