পবিত্র কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতে আল্লাহ তায়ালা বেশ কিছু দোয়া বর্ণনা করেছেন। এর মধ্যে নবীদের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা অনেক দোয়া আছে আবার কিছু দোয়া আল্লাহ তায়ালা নিজেই বান্দাকে শিক্ষা দিয়েছেন। এখানে কোরআনের সূরা আম্বিয়ায় বর্ণিত কিছু দোয়া তুলে ধরা হলো—
দুঃখ-কষ্ট থেকে মুক্তির দোয়া
اَنِّیۡ مَسَّنِیَ الضُّرُّ وَ اَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ
উচ্চারণ : আন্নি মাছছানিয়া-যুররু ওয়া আংতা আরহামুর-রাহিমীন
অর্থ : ‘আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু’। (সূরা আম্বিয়া, (২১), আয়াত, ৮৩)
لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنۡتَ سُبۡحٰنَکَ ٭ۖ اِنِّیۡ کُنۡتُ مِنَ الظّٰلِمِیۡنَ
উচ্চারণ : লা-ইলাহা, ইল্লা-আংতা ছুবহানাকা ইন্নি কুংতু-মিনা-যালিমীন।
অর্থ : আপনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই’, আপনি পবিত্র, মহান; আমিতো সীমালংঘনকারী। (সূরা আম্বিয়া, (২১), আয়াত, ৮৭)
সন্তান লাভের দোয়া
رَبِّ لَا تَذَرۡنِیۡ فَرۡدًا وَّ اَنۡتَ خَیۡرُ الۡوٰرِثِیۡنَ
উচ্চারণ : রাব্বি লা-তাযারনি ফারদাও ওয়াআংতা খাইরু-রাহিমীন।
অর্থ : ‘হে আমার প্রতিপালক! আমাকে সন্তানহীন করে রেখ না, যদিও তুমি উত্তরাধিকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।’ (সূরা আম্বিয়া, (২১), আয়াত, ৮৯)
আল্লাহর কাছে সহায় প্রার্থনার দোয়া
رَبِّ احۡکُمۡ بِالۡحَقِّ ؕ وَ رَبُّنَا الرَّحۡمٰنُ الۡمُسۡتَعَانُ عَلٰی مَا تَصِفُوۡنَ
উচ্চারণ : রাব্বিহ-কুম বিল-হাক্বি, ওয়া-রাব্বুনার-রাহমানুল-মুছতাআনি-আলা মা তাছিফুন।
অর্থ : ‘হে আমার রব, আপনি ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দিন’। আর আমাদের রব তো পরম করুণাময়। তোমরা যা বলছ সে বিষয়ে তিনিই একমাত্র সহায়স্থল। (সূরা আম্বিয়া, (২১), আয়াত, ১১২)