আর্কাইভ কনভাটার ঢাকা, মঙ্গলবার, মে ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Lost security

চাঁপাইনবাবগঞ্জে জামানত হারালেন ১৬ প্রার্থী

Bijoy Bangla

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৪, ০৩:৫১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে জামানত হারালেন ১৬ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মোট ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনই জামানত হারাচ্ছেন। সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলের প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় তারা জামানত হারিয়েছেন।

সোমবার (০৮ জানুয়ারি) জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এবারের নির্বাচনে চাঁপাইনববাগঞ্জের তিনটি আসনের সবকটিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস। 

তবে নির্বাচনের লড়াইয়ে অংশ স্বতন্ত্র হিসেবে জামানত টিকাতে পেরেছেন মাত্র ২ প্রার্থী। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামানত হারালেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহা. গোলাম রাব্বানী, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী নবাব মো. শামসুল হোদা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আফজাল হোসেন এবং ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী মো. আব্দুল হালিম।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামানত হারালেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহা. আব্দুর রশিদ, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকের প্রার্থী আজিজুর রহমান।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামানত হারাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নোঙ্গর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের নাহিদ আহমেদ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকের প্রার্থী কামরুজ্জামান খাঁন।


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0