শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Taking video-pictures inside the mosque is prohibited

মসজিদের ভেতরে ভিডিও-ছবি তোলা নিষিদ্ধ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৫৬পিএম

মসজিদের ভেতরে ভিডিও-ছবি তোলা নিষিদ্ধ
......সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে মসজিদে নামাজের সময় এবং তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুধু ভিডিও নয়, নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি (লাইভ) প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য।গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শেখ ড. আবদুর রহমান আল সুদাইস বলেছেন, মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হবে।