রবিবার, মার্চ ১৬, ২০২৫
Logo
36 people arrested

হিযবুত তাহরীরের প্রধান সংগঠকসহ ৩৬ জন গ্রেপ্তার

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ০৮ মার্চ, ২০২৫, ০৫:৩৪পিএম

হিযবুত তাহরীরের প্রধান সংগঠকসহ ৩৬ জন গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ....প্রতীকী ছবি

 নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, হিযবুত তাহরীরের প্রধান সংগঠক সাইফুল ইসলাম। 

পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের বরাত দিয়ে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে।

আরও বলা হয়, এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে পুলিশ।