সোমবার, মার্চ ১৭, ২০২৫
Logo
Bangladesh Bank

এবার ​ঈদে বাজারে আসছে না নতুন নোট

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশের সময়: ১০ মার্চ, ২০২৫, ০৭:১৬পিএম

এবার ​ঈদে বাজারে আসছে না নতুন নোট
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে আসছে না নতুন টাকা বা ফ্রেশ নোট।....সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে আসছে না নতুন টাকা বা ফ্রেশ নোট। প্রতি বছর ঈদ উপলক্ষে জণসাধারণের মাঝে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও বিভিন্ন ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোটের বিনিময় হয়ে থাকে। তবে এই বছর সেই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বা নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ব্যাংকগুলোর শাখায় যে সব ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওই বিজ্ঞপ্তিতে।

এ ছাড়া পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করবে।