সোমবার, মার্চ ১৭, ২০২৫
Logo
Islamic Foundation

এবার জনপ্রতি সর্বোচ্চ ২৮৫০ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা ফিতরা নির্ধারণ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ১১ মার্চ, ২০২৫, ০১:১৬পিএম

এবার জনপ্রতি সর্বোচ্চ ২৮৫০ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা ফিতরা নির্ধারণ
এ বছর জনপ্রতি সর্বোচ্চ ২৮৫০ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা ফিতরা নির্ধারণ করেছে ইসলামী ফাউন্ডেশন। .....সংগৃহীত ছবি

এ বছর জনপ্রতি সর্বোচ্চ ২৮৫০ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা ফিতরা নির্ধারণ করেছে ইসলামী ফাউন্ডেশন।  

মঙ্গলবার( ১১ই মার্চ) ইসলামী ফাউন্ডেশন সভাকক্ষে  জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক, কমিটির সভা শেষে, সংবাদ সম্মেলনে ১৪৪৬ হিজরি সনের সাদাকাতুল ফিতরের এ হার নির্ধারণের তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের সচিব ইসমাইল হোসেনসহ  ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও  দেশের বিভিন্ন জেলার আলেম,ওলামারা।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ওই পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা তার বাজারমূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

প্রসঙ্গত গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা।