সোমবার, মার্চ ১৭, ২০২৫
Logo
Protest against eve-teasing
ইভটিজিংয়ের প্রতিবাদ

রাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশের সময়: ১৩ মার্চ, ২০২৫, ০২:০৬পিএম

রাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা '২৪ এর বাংলায়, পার্ভার্ট তোর ঠাঁই নাই', 'তবে হাতে অস্ত্র কেন, আসামী যদি নাই ধরো', 'কাল তোমার বোন হলে, আসামী ধরবা কিসের বলে?' প্রভৃতি স্লোগান দেয়। 

এ সময় শিক্ষার্থীরা প্রশাসনকে সন্ধ্যা ৬টার মধ্যে আসামী গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করে দ্রুত নিষ্পত্তি করার দাবি জানায়। শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা। 

কর্মসূচিতে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী তাবাসসুম নওশীন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের  সামনেই আমার বোনের সাথে এমন অনিরাপদ ঘটনা হলে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের নিরাপত্তা না দিতে পারলে কেন রয়েছে প্রশাসন ? আমরা প্রশাসনের কাছে আমাদের সর্বোচ্চ নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।'

এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, দেশের একের পর এক যে ধর্ষনের ঘটনা ঘটছে, এগুলো পরিকল্পিত। এটা আমাদের সমাজের প্রতি বাজে মেসেজ দেয়। এত দিন দেখতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মানের সাথে দেখা হত। কিন্তু এখন চায়ের দোকানীরাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক নিয়ে উপদেশ দিচ্ছে। এ সব আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থার মেসেজই দেয়। আমরা আহ্বান জানাচ্ছি এই পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য সার্বিক ব্যবস্থা গ্রহন করা হোক।

প্রসঙ্গত, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের বিপরীত পাশে নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটু কথার প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থী বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় এখনো কেউকে গ্রেফতারে খবর পাওয়া যায়নি।