ফুল ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে নেচে-গেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানালো বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। সোমবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে অবস্থিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর ইসলাম, সনাতন ও খ্রিস্টান ধর্মীয় অনুসারে প্রার্থনা করা হয়। ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের বর্বোরচিত হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর নিজ হাতে তৈরি ফুলের মালা দিয়ে নেচে-গেয়ে বিদায়ীদের শুভেচ্ছা জানায় বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের শিক্ষার্থীরা।
বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুভূতি ব্যক্ত করে কথা বলে নবম শ্রেণির শিক্ষার্থী মৌমিতা হাঁসদা ও সাকিবুল হাসান। বিদায়ীদের মধ্যে বক্তব্য দেয় শিমন্ত টুডু ও সংগীতা কোল টুডু।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উন্নয়ন কর্মী আবু রাকিব, ঘুরে ঘুরে বিদ্যাদানকারী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তরিকুল আলম, শিক্ষানুরাগী ব্যক্তি আমিনুল ইসলাম, শওকত আরা আনজুম, এসএমসি কমিটির সহসভাপতি কার্তিক কোল টুডু, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, সাইদুর রহমান, অভিভাবকদের মধ্যে বিশ্বনাথ টুডু, কোল নারী নেত্রী রুমালী হাঁসদা, সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস।
বক্তারা সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করেন এবং উচ্চ শিক্ষায় তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসময় বিদায়ী শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষা উপকরণ উপহার দেয়া হয়। এছাড়া অতিথিদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য আর্থিক সাহায্য দেয় হয়। অন্যদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের জ্যামিতিবক্স, কলম, স্কেল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়।
শেষে বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে নাচ-গান পরিবেশন করে।