বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫
Logo
People suffer as students block road

রাজশাহীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ দূর্ভোগে জনগণ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১৫ এপ্রিল, ২০২৫, ০৪:১৬পিএম

রাজশাহীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ দূর্ভোগে জনগণ
ছবি : কাবিল হোসেন

ছয় দফা দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে নগরীর রেলগেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে।

বোয়লিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে তারা কাজ করছেন। খবর পেলে ঘটনাস্থলে আসে সেনা সদস্যরা।

শিক্ষার্থীদের এই অবরোধের কারনে দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হয়। সাধারণ মানুষ জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ। দূভোগ্য আক্রান্ত একজন মন্তব্য করেন জনগণকে এভাবে জিম্মি করে আন্দোলন করা কতটা যুক্তিযুক্ত।