যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় নাটোরেও জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সোমবার ২৮ এপ্রিল সকাল ৭:৪৫ মিনিটে জেলা জজ আদালত নাটোরে জেলা লিগ্যাল এইড অফিস এর আয়োজনে, আজকের প্রতিপাদ্য দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই।" জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রথমে ফিতা কেটে, কবুতর ও বেলুন উড়িয়ে, তারপরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেষ হয় । র্যালিতে অংশগ্রহণ করেন জেলা ও দায়রা জজ বিজ্ঞ বিচারক বৃন্দ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধি বৃন্দ, সরকারি কর্মকর্তা, আইনজীবী,সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
সেখানে একটি বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ৯,৩০ মিনিটে কোরআন তেলোয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়,সহকারী জজ মৌসুফা তানিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতি জেলা লিগ্যাল এইড কমিটি এবং বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ নাটোর, শেখ মোঃ নাসিরুল হক, সদস্য সচিব জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাটোর, ইসমত আরা তুশি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল- আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফস্) একরামুল হক, জেলা আইনজীবী সমিতি সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরিফুল হক মুক্তা, নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটি। এছাড়াও জেলা লিগেল এইড অফিস থেকে বিনা খরচে সুবিচার প্রাপ্ত ব্যক্তিদ্বয় বিনা করছে সুবিধা গল্প তুলে ধরেন দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে লিগ্যাল এইড সংক্রান্ত গণ সচেতনা বৃদ্ধি বিষয়ক কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আইনগত বিষয়ক সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা কার্যক্রম আরো সম্প্রসারিত করা হবে। এবং অত্যন্ত অঞ্চলের মানুষের দূর গড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে নিরালস প্রচেষ্টা অব্যাহত থাকবে।অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইনি সেবা সরকারি খরচে আইনগত সহায়তার জন্য আবেদন সরকারি খরচে আইনগত সহায়তা প্রাপ্তির জন্য জেলা আইনগত সহায়তা কমিটির নিকট আবেদন করতে হয়। আইনগত সহায়তা গ্রহণের আবেদন পত্র প্রাপ্পির স্থান জেলা জজ কোর্টে অবস্থিত লিগ্যাল এইড অফিস, নাটোর। জেলা আদালত সমূহের বেঞ্চ সহকারী (পেশকার) এর নিকট জেলা কারাগার এর কর্মকর্তার নিকট, জেলা আইনজীবী সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদকের কার্যালয়, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান এর কার্যালয়। আবেদনপত্র জমা দান করার প্রক্রিয়া দরখাস্তকারী নিজে বা তার মামলা তদারককারী বা তদবিরকারী লিগ্যাল এইড অফিসে সরাসরি আবেদন পত্র জমা দিতে পারেন বা দাখিল করতে পারেন।
তাছাড়া কারাকর্তৃ পক্ষ, উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর সমাজসেবা কর্মকর্তা বা এন,জিও ও কর্মকর্তাদের মাধ্যমে আইনগত সহায়তার আবেদনপত্র লিগ্যাল এইড অফিসে পাঠানো যায়। আবেদনপত্র জমা প্রদানের জন্য যোগাযোগ প্রতিটি আবেদন পত্র জেলা লিগ্যাল এইড অফিসে জমা দিতে হয়। আবেদনপত্র জমাদানসহ যেকোনো প্রয়োজনে উক্ত অফিসের জেলা লিগ্যাল এইড অফিসার অথবা অফিস সহকারীর নিকট যোগাযোগ করতে হবে। ও দুইজন উপকারী ভোগী ভিকটিম রুপালী খাতুন, রিপন ইসলাম তারা দুজনে জেলা লিগ্যাল এইড অফিসে মামলা করে কি কি সুবিধা পেয়েছেন সেগুলো তুলে ধরেন। আরো উপস্থিত ছিলেন আইনজীবীরা জেলা জজ আদালতের কর্মচারী,এনজিও সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।