বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫
Logo
Israeli attack
ইসরায়েলি হামলা

গাজার হাসপাতালে ২৮ জন নিহত, কয়েক ডজন আহত

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ১৪ মে, ২০২৫, ১১:৪৭এএম

গাজার হাসপাতালে ২৮ জন নিহত, কয়েক ডজন আহত
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় ২৮ জন নিহত, আহত কয়েক ডজন

গাজার খান ইউনিসে একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন।

স্থানীয় একটি সূত্র বলছে, খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতাল ইসরায়েলি যুদ্ধবিমানগুলো একযোগে ছয়টি বোমা ফেলেছে।

এর ফলে হাসপাতালটির ভেতরের অংশের আঙ্গিনা ও আশেপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা সুনির্দিষ্টভাবে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি 'নিয়ন্ত্রণ কেন্দ্রে' হামলা চালিয়েছেন।

কর্মকর্তারা দাবি করেছেন যে, ওই নিয়ন্ত্রণ কেন্দ্রটি ইউরোপিয়ান হাসপাতালের নীচে অবস্থিত।

বিমান হামলায় আহতদের মধ্যে গাজায় কর্মরত বিবিসির একজন ফ্রিল্যান্স সাংবাদিকও ছিলেন। চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

বিমান হামলায় ছোড়া বোমার আঘাতে ইউরোপিয়ান হাসপাতাল প্রাঙ্গণে বেশ কয়েকটি গভীর গর্ত সৃষ্টি হয়েছে।

সেখানে রোগীদের আনা-নেওয়ায় ব্যবহৃত একটি বড় বাস সহ বেশ কয়েকটি যানবাহন চাপা পড়ে থাকতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর ইসরায়েলের পাঠানো একাধিক ড্রোন হাসপাতাল ভবনের ওপরে উড়তে দেখেছেন তারা।

ড্রোনের মাধ্যমে কঠোর এই নজরদারির ফলে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।

হামলার ঘটনার পর ইউরোপিয়ান হাসপাতালের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন হামাসের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার দুই কর্মকর্তা।

কিন্তু ইসরায়েলের ড্রোন হামলায় তারা দু'জনই আহত হয়েছেন বলে জানা যাচ্ছে