শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
Boat traffic stopped

চাঁদপুরে সকাল ৬টা থেকে নৌযান চলাচল বন্ধ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ২৫ মে, ২০২৪, ০৭:৪০পিএম

চাঁদপুরে সকাল ৬টা থেকে নৌযান চলাচল বন্ধ
চাঁদপুরে সকাল ৬টা থেকে নৌযান চলাচল বন্ধ

চাঁদপুর নদী বন্দর থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২৬ মে) সকাল ৬টা থেকে সব ধরনের নৌযান বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান।

তিনি বলেন, আসন্ন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় জানমালের নিরাপত্তার স্বার্থে রোববার সকাল ৬টা থেকে ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরীয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষ্মীপুর) থেকে ইলিশাঘাট (ভোলা) নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে নৌযান বন্ধ থাকবে। 

তিনি আরও বলেন, ইতোপূর্বে যাত্রী সাধারণদের বিষয়টি জানানোর জন্য আমরা মাইকিং করেছি। কর্মকর্তাদের অবহিত করেছি। নৌযানের শ্রমিক ও মালিকদের বিষয়টি জানানো হয়েছে। 

এদিকে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর লঞ্চ টার্মিনাল, বড় স্টেশন পর্যটন এলাকা, নদীর তীরবর্তী বাসিন্দা ও চর এলাকার জনসাধারণকে মাইকিং করে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নৌপুলিশের ওসি কামরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের সার্বিক পরিস্থিতি দেখে এ অঞ্চলের নৌ-পুলিশে সদস্যরা সক্রিয়ভাবে লঞ্চঘাট ও উপকূলীয় এলাকায় প্রস্তুত রয়েছে। তাছাড়া নৌযান শ্রমিকদেরকে সরকারি নির্দেশনা মেনে নিরাপদে যাতায়াত করাসহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।

জেলার ভারপ্রাপ্ত ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা হেদায়েত উল্লাহ বলেন, চাঁদপুরে ৩৫৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। শুকনো খাবারসহ প্রয়োজনীয় উপকরণ মজুত আছে। জেলার চরাঞ্চলে চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তর উপজেলার দুইটি করে মোট ছয়টি ইউনিয়ন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এসব ইউনিয়নের বাসিন্দাদের সতর্কতার জন্য মাইকিং করা হয়েছে।