আর্কাইভ কনভাটার ঢাকা, সোমবার, জুলাই ৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Hilsa weighing 1 kg and 700 grams was caught in the net

জালে ধরা পড়ল ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ০২:৫৩ পিএম

জালে ধরা পড়ল ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ
জালে ধরা পড়া ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ

লক্ষ্মীপুরের কমলনগরে এক কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৯ হাজার ৩৫০ টাকায় বিক্রি হয়েছে।  

মঙ্গলবার (১২ জুন) মেঘনা নদীতে আব্দুজ্জাহের মাঝি নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

এদিন সন্ধ্যায় উপজেলার মতিরহাট মাছ ঘাটের আড়তদার হাজী হান্নান মিয়ার মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন তিনি। মাছটি সর্বোচ্চ দাম হাঁকিয়ে রিয়াজ উদ্দিন নামের এক বেপারী কিনে নেন। এ সময় ইলিশটি দেখতে ঘাটে অনেকেই ভিড় করেন।  

জেলে আব্দুজ্জাহের মাঝি জানান, ইলিশ শিকারের জন্য প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে জাল ফেলেন তিনি। সারা দিন মাছ শিকারের জন্য কয়েকবার নদীতে জাল ফেলেছেন কিন্তু আশানুরূপ মাছ ধরা পড়েনি। সর্বশেষ তার জালে বড় আকারের একটি ইলিশ ধরা পড়ে। মাছটি নিয়ে তিনি মতিরহাট ঘাটে চলে আসেন এবং ৯ হাজার ৩৫০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় মৎস্য আড়তের কর্মচারী মো. খোকন জানান, তার মালিক হান্নানের দাদন দেওয়া জেলে আব্দুজ্জাহের মাঝির জালে ইলিশটি ধরা পড়েছে। এতো বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। তাই দাম একটু বেশি হয়েছে।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0