সোমবার, মার্চ ১৭, ২০২৫
Logo
14 policemen were killed, more than three hundred were injured
পুলিশ সদর দপ্তর

২৭ থানা-ফাঁড়ি ভাঙচুর, ১৪ পুলিশ নিহত, আহত তিন শতাধিক

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ০৫ আগস্ট, ২০২৪, ১২:২৬এএম

২৭ থানা-ফাঁড়ি ভাঙচুর, ১৪ পুলিশ নিহত, আহত তিন শতাধিক
----- সংগৃহীত।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক আন্দোলনের কারণে রোববার দেশের বিভিন্ন জায়গায় ২৭টি থানা-ফাঁড়ি, পুলিশ সুপারের কার্যালয় এবং রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

হামলা ও ভাঙচুরের শিকার হওয়া থানা-ফাঁড়িগুলোর মধ্যে রয়েছে রাজধানীর যাত্রাবাড়ী ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা, নারুলী পুলিশ ফাঁড়ি; জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা; হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এবং দিনাজপুর সদর থানা।

এছাড়া, হামলায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্য এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

বিবিএন/এসডি-০৫