মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
Logo
Tourist dies after falling from jet ski on beach

কক্সবাজার সৈকতে জেট স্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Bijoy Bangla

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার

প্রকাশের সময়: ২১ অক্টোবর, ২০২৪, ০৬:২২পিএম

কক্সবাজার সৈকতে জেট স্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু
__সংগৃহীত ছবি

 


কক্সবাজার সমুদ্রসৈকতের উত্তাল ঢেউয়ের পানিতে সামুদ্রিকবাহন জেট স্কি থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার ২১ অক্টোবর দুপুরে সৈকতের সি-গাল পয়েন্টের সাগরে এমন ঘটনা ঘটে। 

সি-সেভ লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পর্যটকের নাম মোহাম্মদ আল মামুন হাওলাদার। তিনি বরিশাল জেলার উজিরপুরের নুরে আলম হাওলাদারের ছেলে।

জেলা প্রশাসনের পর্যটন শাখার ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন বলেন, জেট স্কি থেকে পড়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ঘটনার পর থেকে জেট স্কির চালক পলাতক।

লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, ভ্রমণে আসা এই পর্যটক সৈকতে জেট স্কিতে ঘুরতে নামেন। এক পর্যায়ে জেট স্কি থেকে পানিতে পড়ে যান। এ সময় জেট স্কির চালক নানাভাবে পর্যটককে উদ্ধারের চেষ্টা করলেও ঢেউয়ের কারণে ব্যর্থ হন। পরে বিষয়টি লাইফ গার্ড কর্মীরা দেখলে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। ওখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম জানান, জেট স্কি থেকে পানিতে পর্যটক মারা যাওয়ার কথা স্বীকার করেন। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে।

সুগন্ধা বিচের ব্যবসায়ি ও পৌর যুবদল যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন বলেন, অনাকাঙ্খিত ঘটনা। জেট স্কি পরিচালনাকারী ও চালকদের আরো বেশি সর্তক হতে হবে।