শুক্রবার, জানুয়ারী ২৪, ২০২৫
Logo
Fire at juice factory

জুস তৈরির কারখানায় আগুন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ৩০ অক্টোবর, ২০২৪, ১০:৩৬এএম

জুস তৈরির কারখানায় আগুন
.......সংগৃহীত ছবি

 


চট্টগ্রামের খুলশী এলাকায় জুস তৈরির একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ খান বলেন, ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ শুরু করে। ৫টা ১০মিনিট আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণে পাশে থাকা একটি আবাসিক ভবনের কিছু বাসিন্দা ধোঁয়ায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।


তিনি জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে, বলেন তিনি।