শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫
Logo
LSP exchange meeting

তানোরে এলএসপি মতবিনিময় সভা অনুষ্ঠিত

Bijoy Bangla

সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী)

প্রকাশের সময়: ৩০ অক্টোবর, ২০২৪, ০৭:২৬পিএম

তানোরে এলএসপি মতবিনিময় সভা অনুষ্ঠিত
তানোরে এলএসপি মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে প্রান্তিক মৎস্যচাষি এবং স্থানীয় সেবা প্রদানকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা" অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ই অক্টোবর) দিনব্যাপী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা "ফুড ফর দ্যা হাংরি" (এফএইচ এসোসিয়েশন) এর আয়োজনে তানোর উপজেলা কৃষি অফিস সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের অধ্যাপক ড. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: বাবুল হোসেন।

এফএইচের অ্যানিমেটর আব্দুল কাফির সঞ্চালনায় ও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানার সভাপতিত্বে এ মতবিনিময় সভাটি পরিচালনা করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ আবুল কাশেম। 
এতে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বৃহৎ মৎস্যচাষী গোষ্ঠী, মৎস্যজীবী দল, মাছের খুচরো বিক্রেতা, মৎস্য খাদ্যের ডিলার, মাছের পোনা সরবরাহকারী, এনজিও প্রতিনিধি, ও সংস্থার সুফলভোগি সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তাব্যে ড. তারিকুল ইসলাম মৎস্যক্ষেত্রে বাজারজাতকরণের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। তিনি পরিবহন ব্যয় কমাতে জীবন্ত মাছ পরিবহনের পরিবর্তে বরফ দ্বারা সংরক্ষণ করে বাজারজাতকরণের উপর গুরুত্ব দেন। তিনি বলেন এতে মাছের গুনগত মান ও পুষ্টিতে তেমন কোন পরিবর্তন হয় না।
সভায় উপস্থিত বিভিন্ন স্তরের প্রতিনিধিগন মৎস্য সেক্টেরর ভ্যালু চেইন উন্নয়ন ও মান সম্মত সেবা প্রদানে পরস্পরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও স্বল্প মূল্যে কিভাবে মানসম্মত মৎস্য খাদ্য উৎপাদন করা যায়, মাছ বিক্রিতে ঢলন প্রথার বিলুপ্তিকরণ এবং মাছ চাষে কিভাবে ব্যয় কমানো যায় তার উপর আলোচনা করা হয়।
মূলতঃ মাছ চাষে নারীর অংশগ্রহণের মাধ্যমে জীবিকা ও পুষ্টির উন্নয়ন এবং পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে তানোর ও গোদাগাড়ী উপজেলায় ২০২২ সাল হতে এফএইচ আট শতাধিক পরিবারকে মৎস্যচাষে সহযোগিতা করে আসছে।