শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
Logo
The train will board the Bangabandhu Sheikh Mujib Rail Bridge

আজ বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে চড়বে ট্রেন

Bijoy Bangla

অনলাইন ডেস্ক :

প্রকাশের সময়: ২৬ নভেম্বর, ২০২৪, ১০:৩৩এএম

আজ বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে  চড়বে ট্রেন
আজ বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে চড়বে ট্রেন

দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে আজ ২৬ নভেম্বর মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেন চলবে। তবে দেশের বৃহৎ এই রেল সেতুটি চালু হলেও ট্রেনের পূর্ণগতি ফিরতে সময় লাগবে আরও দুই মাস।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন এই সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান।

তিনও বলেন, ‘মঙ্গলবার (২৬ নভেম্বর) পরীক্ষামূলক ট্রেনটি ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যাবে। সেতুটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে । 

তবে আজ মঙ্গবার দুপুরে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে এই সেতু দিয়ে ট্রেন চালানো হবে।’

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে। এ প্রকল্পের নির্ধারিত সময় ছিল ২০১৬ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪-এ স্থানান্তরিত করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়।