"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্যে পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্নাঢ্য র্যালি শেষে নওহাটা ফায়ার সার্ভিস টিম ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগে করনীয় সচেতনতামূলক মহড়া উপস্থাপন করে দেখান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোসা. শামসুন্নাহার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউআরসি ইন্সট্রাক্টর রেহেনো আক্তার, সহকারী প্রোগ্রামার ব্যানবেইস ইসমোতারা খাতুন, ইউডিএফ জাকিয়া সুলতানা, তথ্য সেবা কর্মকর্তা আয়েশা খাতুন, নওহাটা ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার, স্কাউট প্রতিনিধি গোলাম মোর্তজা বাদশা প্রমূখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউট সদস্য. রেড ক্রিসেন্ট ভলান্টিয়ার এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।