বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
Logo
Fare increase for all trains running on Jamuna Rail Bridge

আকস্মিক যমুনা রেলসেতুতে চলাচলকারী সকল ট্রেনের ভাড়া বৃদ্ধি

Bijoy Bangla

আবুল কালাম আজাদ,রাজশাহী

প্রকাশের সময়: ১০ মার্চ, ২০২৫, ০৮:১৪পিএম

আকস্মিক যমুনা রেলসেতুতে চলাচলকারী সকল ট্রেনের ভাড়া বৃদ্ধি
আকস্মিক যমুনা রেলসেতুতে চলাচলকারী সকল ট্রেনের ভাড়া বৃদ্ধি

যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনের ভাড়া বাড়ছে। আগামী ১৮ মার্চ সেতুটি উদ্বোধনের পরদিন অর্থাৎ ১৯ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ৯মার্চ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,৯মার্চ থেকে অনলাইনে আগামী ১৯ মার্চের অগ্রিম টিকিট ছেড়েছে। সেখানে টিকিটের বর্তমান মূল্যের চেয়ে বাড়তি দাম দেখা গেছে। 

এর মধ্যে ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ধূমকেতু, সিল্কসিটি ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৪০৫ টাকা থেকে ৪৫ টাকা বাড়িয়ে ৪৫০ টাকা, স্নিগ্ধা চেয়ারে ৭৭১ টাকা থেকে ৯২ টাকা বাড়িয়ে ৮৬৩ টাকা, এসি স্পেশাল আসনের ভাড়া ৯২৬ টাকা থেকে ১০৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫ টাকা এবং এসি বার্থ আসনের ভাড়া ১ হাজার ৩৮৬ টাকা থেকে ১৬১ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।  এছাড়া বনলতা এক্সপ্রেসের ভাড়াও বাড়ানো হয়েছে। 

উল্লখ্য ২০২০ সালের ২৯ নভেম্বর যমুনা নদীর ওপর ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। আগামী ১৮ মার্চ সেতুটি উদ্বোধন করা হবে। এর পর থেকে দুই লাইন দিয়ে ট্রেন চলবে।