রাজশাহীতে নানান আনুষ্ঠানিকতায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৭ জুন) বিকেলে চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। নগরীর রেশমপট্টি ইসকন মন্দির থেকে রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করের ভক্তরা।
এছাড়া বোয়ালিয়ার রথবাড়ি থেকে রথের যাত্রা শুরু হয়ে কুমারপাড়া, জিরোপয়েন্ট, বাটার মোড়, রানীবাজার হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। রথ যাত্রা ছাড়াও হরিনাম সংকীর্তন,বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ এর আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা।
আয়োজকরা জানিয়েছেন,জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাহার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ নিয়ে যাত্রা অনুষ্ঠিত হয়।
এ উৎসব ঘিরে বসেছে মেলা। মেলায় বাহারি শিশু খেলনা, মাটির তৈরি তৈজসপত্র, নানা পদের মিষ্টি, কাঠের তৈরি ঘর গৃহস্থালির জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এর সমাপ্তি হবে বলে জানা যায়।