আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

One and a half kg of gold inside the battery

তালা ও চার্জার লাইটের ব্যাটারির ভেতর দেড় কেজি সোনা

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:৪৮ পিএম

তালা ও চার্জার লাইটের ব্যাটারির ভেতর দেড় কেজি সোনা
...প্রতিকী ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে এক কেজি ৬১৯ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা হয়। তবে ওই যাত্রীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সকাল ৯টা ৪৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট (FZ-0563) চট্টগ্রাম পৌঁছে। ওই ফ্লাইটে থাকা এক যাত্রীর মালামাল তল্লাশি করে সোনা উদ্ধার করা হয়। 

অভিযুক্ত যাত্রী একটি বড় তালার ভেতর এবং ইলেকট্রিক চার্জার লাইটের ব্যাটারির ভেতরে সোনার পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে বিশেষ কৌশলে সোনা আনে বলেও সূত্র জানায়।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0