মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
Logo
Stolen by hiding his face in a lungi

ধরা পড়ার ভয়ে লুঙ্গিতে মুখ লুকিয়ে নগ্ন হয়ে চুরি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ২১ মার্চ, ২০২৪, ০১:৫৬এএম

ধরা পড়ার ভয়ে লুঙ্গিতে মুখ লুকিয়ে নগ্ন হয়ে চুরি
ধরা পড়ার ভয়ে লুঙ্গিতে মুখ লুকিয়ে নগ্ন হয়ে চুরি

গাজীপুরের শ্রীপুরে লুঙ্গি দিয়ে মুখ লুকিয়ে নগ্ন হয়ে একটি দোকানে চুরি করতে ঢুকেছিল চোর। চুরির পুরো সময়টা নগ্ন ছিলেন তিনি। দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে ঘটনাটি।

বুধবার (২০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা বাজার এলাকায় মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে দেবাশীষ সাহার মালিকানাধীন দেবাশীষ ভ্যারাইটিজ স্টোরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় হাস্যরসের জন্ম দিয়েছে।

দোকানের মালিক দেবাশীষ সাহা বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠে দোকানে সিসি ক্যামেরা দেখি। এসময় তিনটি ক্যামেরা থেকে দুটিতে কিছুই দেখতে না পেয়ে কিছু আগে টেনে পেছনের দৃশ্য দেখার চেষ্টা করি। এসময় পেছনের অংশে একটি লোককে মাথায় কাপড় বাঁধা ও নগ্ন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত দোকানে চলে আসি। দোকান খুলে দোকানের ড্রয়ার অগোছালো অবস্থায় দেখতে পাই। চোর দোকানে থাকা ইন্টারনেটে ব্যবহৃত রাউডার, বিক্রির জন্য রাখা বিভিন্ন ধরনের এয়ারফোন, ৫-৭টি মোবাইল চার্জার, গ্রামীণফোনের সিম, বিক্রির কাজে ব্যবহৃত একটি ট্যাব ও দুটি বাটন মোবাইল নিয়ে গেছে। সবমিলিয়ে ১৫-২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোর।’

তিনি আরও বলেন, ‘দোকানে অবস্থানের সময় চোর পুরো সময় তার ব্যবহৃত লুঙ্গি দিয়ে মাথা ঢেকে চুরি করে। এসময় তার পুরো শরীর ছিল নগ্ন।’

সিসি ক্যামেরায় ধরা পড়া এ ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হলে তা মুহূতেই ভাইরাল হয়ে যায়। খোরশেদ আলম নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘এমন চোর জীবনে এই প্রথম দেখলাম।’


নাঈম খান রাব্বি নামের আরেকজন লিখেছেন, ‘মনে হয় চোর যখন জানতে পারছে সিসি ক্যামেরা আছে...সতর্কতার জন্য মুখ ঢাকার চেষ্টা করেছে। তার থেকে বড় কথা চোর বেশ চালাক। ভাবছে উলঙ্গ অবস্থায় চুরি করলে ফুটেজটা ভাইরাল করবে না কেউ। বেচারা চোরের চালাকিটা কাজে আসলো না।’

মোহাম্মদ হাসান ফারুক লিখেছেন, ‘চোরের যে কোনো ধর্ম নেই তা আবার প্রমাণ পেল।’ তবে দোকানের মালিক দেবাশীষ সাহা অভিযোগ করে বলেন, এর আগেও দুইবার দোকানে চুরির ঘটনা ঘটেছে। তখন থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. শাহজামান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিবিএন/২১ মার্চ/এসডি