আর্কাইভ কনভাটার ঢাকা, বুধবার, জুন ২৬, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

60 km/h storm forecast in five regions

৬০ কিলোমিটার বেগে পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৪, ১১:৫৮ এএম

৬০ কিলোমিটার বেগে পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস
৬০ কিলোমিটার বেগে পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অঞ্চলগুলোর মধ্যে রয়েছে— কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।

সোমবার (১ এপ্রিল) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বার্তায়, ওই অঞ্চলগুলোর নদীবন্দরে এদিন ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়, পাঁচ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে রোববার (৩১ মার্চ) রাত ৯টা থেকে সোমবার (১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেওয়া হয়েছিল। একই সঙ্গে ওই দুই অঞ্চলের ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল।

বিবিএন/০১ এপ্রিল/এসডি

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0