আর্কাইভ কনভাটার ঢাকা, বুধবার, জুলাই ৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Mango will be found in the market

আজ থেকে বাজারে মিলবে চুয়াডাঙ্গার আম

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৪, ০৩:১৭ পিএম

আজ থেকে বাজারে মিলবে চুয়াডাঙ্গার আম

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় শহরের মহিলা কলেজ পাড়ার মহলদার আম্রকাননের বাদল মিয়ার আম বাগানের আম পাড়ার মধ্য দিয়ে এ কাযক্রম শুরু হয়।

আনুষ্ঠানিকভাবে গাছের আম পেড়ে সংগ্রহ মৌসুম উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহাসহ অন্য কর্মকর্তারা। পরে সেখানে আম চাষি ও বাগান মালিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়।

আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের পর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, জেলায় এবার ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ থেকে ৩০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করা হচ্ছে, এ বছর দেড়শ কোটি টাকার আম কেনাবেচা হবে এ জেলায়।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আম সমৃদ্ধ জেলার মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম। এ জেলায় উৎপন্ন আমের সুখ্যাতি দেশজুড়ে। এজন্য আমের সেই খ্যাতি ধরে রাখতে ম্যাংগো ক্যালেন্ডার করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী জাতভেদে আম সংগ্রহ শুরু হচ্ছে। এছাড়া আমে যাতে কেউ কোনো ধরনের ক্ষতিকর দ্রব্য মেশাতে না পারে, সে ব্যাপারে সজাগ রয়েছে প্রশাসন। নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ আম ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ম্যাংগো ক্যালেন্ডার অনুযারী, বৃহস্পতিবার (১৬ মে) আঁটি, গুটি ও বোম্বাই আম পাড়া শুরু হয়েছে। এরপর আগামী ২৪ মে থেকে হিমসাগর, ৩০ মে ল্যাংড়া, ৭ জুন আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন থেকে ফজলি, ১ জুলাই আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, দামুড়হুদা ‍উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, আমচাষি কুদ্দুস মহলদার, আবুল কালাম আজাদসহ অনেকে। 

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0