শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Logo

রাজশাহী মহিলা কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দায়িত্ব অর্পন কর্মসূচি পালন

Rajshahi Women's College
Bijoy Bangla

নিজস্ব প্রতিবেদক

published: 16 January, 2024, 07:05 AM

রাজশাহী মহিলা কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দায়িত্ব অর্পন কর্মসূচি পালন
রাজশাহী মহিলা কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দায়িত্ব অর্পন কর্মসূচি পালন

অদ্য ১৬ জানুয়ারি ২০২৪ খ্রি. রাজশাহী সরকারি মহিলা কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দায়িত্ব অর্পন কর্মসূচি পালিত হয়।

বাঁধন, রাজশাহী জোনের সহযোগিতায় রাজশাহী সরকারি মহিলা কলেজ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ আজিজুল বারী, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।


এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সায়মা আক্তার, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ; মোঃ মেহেদী হাসান রিপন, সভাপতি, বাঁধন, রাজশাহী জোন; মোঃ আলামিন আলী, সাধারণ সম্পাদক, বাঁধন, কেন্দ্রীয় পরিষদ; মোঃ এহসানুল কবির বাঁধন, উপদেষ্টা, বাঁধন, রাজশাহী জোন; মোঃ মামুনুর রশিদ, উপদেষ্টা, বাঁধন, রাজশাহী জোন। অধ্যক্ষ মহোদয় বাঁধন আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদেরকে বাঁধনের সাথে সম্পৃক্ত থেকে মানবকল্যাণে অবদান রাখতে এবং রক্তদানে সকলকে আগ্রহী হতে আহ্বান জানান। 


google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0