চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় পরীক্ষা উপকরণ।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এলজিইডির অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, মহাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, অবসরপ্রাপ্ত শিক্ষক রমজান আলী, সমাজ সেবক এমদাদুল হক, শামসুল আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, সহকারী শিক্ষক মহাদেব কুমার পাল, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মাহমুদা খাতুন, মো. ইয়ালিন, মায়েশা ফারজানা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক খাদিজাতুল কুবরা ও মো. সিফাতুল্লাহ।
বক্তারা শিক্ষার্থীদের পরীক্ষার জন্য নানা দিকনির্দেশনা দিয়ে বলেন, আর একটিমাত্র মাস। এ দিনগুলোতে পরীক্ষার্থীদের পড়াশোনার মধ্যেই বেশি থাকতে হবে। সকলে পরীক্ষায় কৃতকার্য হয়ে কলেজে যাবে এ কামনা করেন বক্তারা।