প্রায় ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জের চর আদিত্যপুর নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. খলিলুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩ মার্চ) পাবনা জেলা কার্যালয়ে উপপরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ নভেম্বর দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ২৪ লাখ ৭২ হাজার ৭৩৬ টাকার স্থাবর ও ৯৩ লাখ ৮৬ হাজার ৭৩ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। কিন্তু দুদকের অনুসন্ধানে স্থাবর-অস্থাবর সম্পদসহ মোট ২ কোটি ১ লাখ ১৭ হাজার ৩১৩ টাকার সম্পদ এবং ৩৩ লাখ ৩৭ হাজার ৯২৭ টাকার ঋণের তথ্য পাওয়া যায়। ঋণসহ বৈধ উৎস বাদ দিলে ৮৬ লাখ ৭২ হাজার ৮১২ টাকার সম্পদের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে প্রমাণ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।