রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ 'সৈরাচারের প্রতীক' শেখ হাসিনার নামে থাকা মেয়েদের হলের নাম পরিবর্তন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। আজ ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত পাশ করা হয়েছে।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, 'দেশরত্ন শেখ হাসিনা হল' এর নাম পরিবর্তন করে "নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানি হল" করা হয়েছে। গত ১০৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক গঠিত অনুসন্ধান কমিটির রিপোর্টের ভিত্তিতে এবং রুয়েটের ছাত্রীদের মতামত বিবেচনা করে আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত পাশ হয়েছে।
উল্লেখ্য ৫ই আগস্ট সৈরাচারী সরকারের পতনের পর থেকেই 'সৈরাচারের প্রতীক' শেখ হাসিনা ও তার পরিবার বর্গের নামে থাকা হল গুলোর নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আজ এ সিদ্ধান্ত গৃহীত হলো। রুয়েটের আরেকটি হল 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল' এর নাম পরিবর্তনের বিষয়েও রুয়েট প্রশাসনের নিকট আবেদন করা হয়েছে, যা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ ছাত্রদের জন্য পাঁচটি এবং ছাত্রীদের জন্য একটি সহ মোট ছয়টি হল রয়েছে। এছাড়াও নতুন চারটি হলে কাজ চলমান রয়েছে।