আর্কাইভ কনভাটার ঢাকা, শনিবার, জুলাই ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Logo

Admission of 169 students canceled

১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল হলো ভিকারুননিসার

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:২৬ পিএম

১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল হলো ভিকারুননিসার
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। তারা সবাই ২০২৪ সালে ভর্তি হয়েছিলেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানান, ভর্তি নীতিমালা অনুযায়ী যে বয়সসীমা নির্ধারণ করে দেয়া হয়েছে সে অনুযায়ী ভিকারুননিসা স্কুলটিও একটি বয়সসীমা নির্ধারণ করে দেয়। কিন্তু নীতিমালার বিষয়টি শেষ পর্যন্ত তারা মানেনি। যার কারণে আদালত থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আসে মাউশির কাছে। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।

তবে এই বিষয়ে জানতে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী বলেন, আমরা মাউশি থেকে একটা নির্দেশনা পেয়েছি। পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারব।

google.com, pub-6631631227104834, DIRECT, f08c47fec0942fa0