মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউনিসেফ।
বুধবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরির সঙ্গে ইউনিসেফের বাংলাদেশে প্রতিনিধি শেলডন ইয়েট সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে এসব তথ্য জানানো হয়।
একই সঙ্গে নতুন কারিকুলাম প্রণয়নে ইউনিসেফ যে সহযোগিতা করেছে তা আগামীতেও অব্যাহত রাখবে ও শিক্ষকদের প্রশিক্ষণ দিতেও সহায়তা করবে বলে জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের চিফ অব এডুকেশন ডিপা শংকর, বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের এডুকেশন ম্যানেজার ইকবাল হোসেন প্রমুখ।
বিবিএন/১৭ এপ্রিল/এসডি