সোমবার, মার্চ ১৭, ২০২৫
Logo
On Wednesday, there was a big rise in the index in the capital market

বুধবারও পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ০৭ আগস্ট, ২০২৪, ০৮:০৩এএম

বুধবারও পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
বুধবারও পুঁজিবাজারে সূচকের বড় উত্থান -------- সংগৃহীত।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবারও (৭ আগস্ট) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।  

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। এ নিয়ে টানা দুই কার্যদিবস সূচকের বড় উত্থান হয় পুঁজিবাজারে।

বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২১৯ ও ২০২২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২৬ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

বুধবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৬টি কোম্পানির, কমেছে ১১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বিএটিবিসি, স্কয়ার ফার্মা, রবি, সিটি ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, একমি ল্যাবরেটরিজ, ব্রাক ব্যাংক, অগ্নি সিস্টেম, ইবনে সিনা ও লাফার্জহোলসিম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৩৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬০টির, কমেছে ৭৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ২২৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ২১৬ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৯ কোটি ২৯ লাখ টাকা।