সোমবার, মার্চ ১৭, ২০২৫
Logo
Goods exports worth $3.91 billion in April

এপ্রিলে ৩.৯১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি

Bijoy Bangla

অনলাইন ডেস্ক

প্রকাশের সময়: ০২ মে, ২০২৪, ০৫:৫৪পিএম

এপ্রিলে ৩.৯১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি
এপ্রিলে ৩.৯১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি

গত এপ্রিল মাসে বাংলাদেশ ৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। এর আগে গত মার্চে রপ্তানি হয়েছে ৫.১ কোটি ডলারের মূল্যের পণ্য। সে তুলনায় এপ্রিলে রপ্তানি কিছুটা কমেছে।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাকের চালানে ধীর গতিসহ অন্যান্য খাতে মন্দার কারণে এপ্রিলে রপ্তানি কমেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলে বাংলাদেশ ৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের চেয়ে শূন্য দশমিক ৯৯ শতাংশ কম।

তবে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত মোট রপ্তানি বার্ষিক ৩ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। 

এছাড়া চলতি অর্থবছরে ১০ মাসে তৈরি পোশাকের রপ্তানি ৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ৪০ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশের রপ্তানির ৮৫ শতাংশ অবদান রাখে তৈরি পোশাক।