শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
Logo

পদ্মার পাড়ে

Bijoy Bangla

ডাঃ অমল কুমার সরকার

প্রকাশের সময়: ০৯ জানুয়ারি, ২০২৪, ০৭:১৪এএম



এসেছি মোরা পদ্মার পাড়ে

প্রকৃতির শোভা চোখে পড়ে।

নদীর পানি চলছে ধীরে

সাদা কাশবন নদীর তীরে।


পদ্মার বাঁধে সুন্দর গাছপালা

সাথীদের যেনো গলার মালা।

ধারে আছে জোড়া চেয়ার

প্রেমিক বসে করছে শেয়ার।

এনে দিয়েছে চটপটি ভাজা

খেয়ে দেয়ে দোলাই মাজা।

পাখিরা গায়ছে বিরহের গান

জ্বালায় জ্বলে প্রেমিকের প্রাণ।


কামনা আশা যৌবন প্রাণে

দু”জনে খুশিতে ধরে টানে।

কতো ছিলে অন্তরে আশা

সফল হলো না ভালোবাসা।

কবি ও সদর দলিল লেখক,ডাঃ অমল কুমার সরকার

তালগাছি, পবা, রাজশাহী।