রবিবার, মার্চ ১৬, ২০২৫
Logo
Babul Chandra Sutradhar

বরেন্দ্রভূমি

Bijoy Bangla

বাবুল চন্দ্র সূত্রধর

প্রকাশের সময়: ০৪ নভেম্বর, ২০২৪, ০৭:৩৬পিএম

বরেন্দ্রভূমি
বাবুল চন্দ্র সূত্রধর


 জাতি গোষ্ঠী সারি সারি বিচিত্র বসনে
পুষ্পরাজি শোভে যেন নন্দন কাননে
সান্তাল মাহালী মুণ্ডা ওরাওঁ পাহানে
মাহাতো ধাঙ্গর তেলী পাহাড়ী বর্মণে
মনোরম ভূপ্রকৃতি অপূর্ব ভূষণে
স্তরে স্তরে বিন্যাসিত শিল্পসুধা গুণে
কান্দর জাওঐ চারা ডাঙ্গার জমিনে
সাজায়ে দিয়েছে কেবা মসৃণ যতনে

বঙ্গের দুলালী ওগো সুতন্বী ললনা
দেশময় দিতে নারে তোমার তুলনা
ঈর্ষনীয় রূপে গুণে হয়েছ অনন্যা
বর্ষজুড়ে সংস্কৃতি পায় আলোচনা
জাতি জাতি ভাবপ্রীতি হয়ে অন্তপ্রাণা
বিভেদের পরিচিতি নাহি হেথা গোণা
মিলেমিশে আছে সবে আত্মীয় ঘরানা
সুচারু বরেন্দ্রভূমি শান্তির ঠিকানা