শুক্রবার, জুন ১৩, ২০২৫
Logo
after death

মরণরে পরে

Bijoy Bangla

আবদুর রহমান মানিক

প্রকাশের সময়: ১৭ জানুয়ারি, ২০২৪, ০৭:২৯এএম

মরণরে  পরে

যে দিন সাদা কাফনের কাপড়ে

জড়ায়ে কঠিন মাটির তলে,

রাখিয়া আসিবে  ম্লান দেহখানি

ধুয়ায়ে চোখের লোনা জলে     

দুলিয়া দুলিয়া উঠিবে কাঁপিয়া

তোমার কোমল বুক,

প্রাণে জাগানোর মনে বাজানো

রইবে কতই দুখ।


সেই দিন সখি রহিব না আমি 

কহিব  না কোনো কথা

তোমার হৃদয়ে জড়ানো আমার

কতশত স্মৃতি ব্যথা।


শুধু তোমার  মনে রহিল ব্যথা

রহিল সাথি জমা,

সাথী , মনে পড়িলে অবসর ক্ষণে

করিও মোরে ক্ষমা।